প্রেস বিজ্ঞপ্তিঃ
ঢাকাস্থ রামু সমিতির কার্যকরী কমিটির (২০১৯ – ২০২০) প্রথম সভা গতকাল ২৬ মার্চ ধানমণ্ডিস্থ টেক বাংলা চেম্বার ফার্মের অফিসে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রামু সমিতির সহ সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আব্দুল মোমেন চৌধুরী, সহ সভাপতি সুজন শর্মা, সাধারণ সম্পাদক সাইমুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রাবেয়া হক, সাংগঠনিক সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, প্রচার-প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দফতর সম্পাদক নিউটন শর্মা, সংস্কৃতি সম্পাদক বিজন শর্মা, ক্রীড়া সম্পাদক সাজেদুল আলম মুরাদ, সহ-অনুষ্ঠান সম্পাদক তাপস শর্মা, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক আনোয়ারুল হাকিম আরাফাত, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
পবিত্র কোরআন হতে তেলাওয়াত এর মাধ্যমে কার্যকরী কমিটির সভা শুরু হয়।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন সাধারণ সম্পাদক সুজন শর্মা,সাধারণ সম্পাদক সাইমুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। তারা সাম্প্রতিক অতীতের মত রামু সমিতিকে গতিশীল রাখতে দল, ব্যক্তি, গোষ্ঠীর স্বার্থকে কর্ণপাত না করে গঠনমূলক সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার উপর জোর দেন।
সভার সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন আলোচ্যসূচী নিয়ে আলোচনা সমন্বয় করেন সাংগঠনিক সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম।
উপস্থিত প্রত্যেক কার্যকরী সদস্য তাদের পরামর্শ, করণীয় বৈঠকে তুলে ধরেন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী তার বক্তব্যে স্বাধীনতা দিবসের বিশেষ গুরুত্ব আলোকপাত করে মুক্তিযুদ্ধ কালীন সময়ের স্মৃতিচারণ করেন।
সভাপতির বক্তব্যে প্রশান্ত ভূষণ বড়ুয়া রামু সমিতিকে গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।