ক্রীড়া ডেস্কঃ
কুঁচকির চোট কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়া লিওনেল মেসি এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচে খেলতে প্রস্তুত বলে জানিয়েছে ইএসপিএন।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় লা লিগায় এস্পানিওলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইএসপিএন বুধবার জানায়, কাতালান দলটির আক্রমণভাগের আরেক গুরুত্বপূর্ণ সদস্য লুইস সুয়ারেসও চোট কাটিয়ে ম্যাচটি খেলতে প্রস্তুত।
চোটের কারণে মঙ্গলবার আর্জেন্টিনার হয়ে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে না পারা মেসি বুধবার বার্সেলোনার অনুশীলনে যোগ দেন। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে গোড়ালির গাঁটে আঘাত পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া সুয়ারেসও অনুশীলনে ফিরেন।
শনিবার দুজনকেই পেতে আশাবাদী কাতালান ক্লাবটি। তবে আক্রমণভাগের আরেক সদস্য উসমান দেম্বেলে এখনও অনুশীলনে ফিরতে পারেননি। শনিবার তার খেলার কোনো সম্ভাবনা নেই। লা লিগায় ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দলের পরের দুই ম্যাচেও ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের খেলা অনিশ্চিত। এমনকি সংশয় আছে ১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলা নিয়েও।