অনলাইন ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক উন্নয়নের শত্রু। শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে দেশে শিক্ষার হার শতভাগ বাস্তবায়ন করা হবে।
শনিবার তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আগুনের বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে এবং সকল অফিস ও বাসায় অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন স্কুলের গভর্নিং বডির সভাপতি মো. সফিউল্লাহ সফি, সদস্য সাইফুর রহমান ও সহকারী শিক্ষক জয়নাল আবেদিন। বক্তারা বলেন, এই স্কুলটি শিল্পাঞ্চল এলকায় অবস্থিত। ফলে বেশিরভাগ গরিব শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্কুলটিকে সরকারি করার দাবি জানান তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি রাজধানীর বিভিন্ন স্থানে রাখা হবে। যাতে আগুন লাগার সঙ্গে সঙ্গে নেভানোর ব্যবস্থা করা যায়। এ ছাড়া ৯৯৯ ফোন দিলেই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরকে ‘সেফ সিটি’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বন্ধুপ্রতিম দুই দেশের সঙ্গে আলোচনা চলছে। ডিএনসিসি মার্কেটে আগুন লাগার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ডিএনসিসি মার্কেট আগুন লাগার পর সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে বেশকিছু সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশ মানা হয়নি। ফলে আবারও আগুন লেগেছে।