অনলাইন ডেস্কঃ
দেশি পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্র্রসারণের লক্ষ্যে জাতীয় শিল্প মেলার আয়োজন করছে শিল্প মন্ত্রণালয়। আজ রোববার থেকে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার এক সংবাদ সম্মেলনে দেশে প্রথমবার আয়োজিত জাতীয় শিল্প মেলার বিস্তারিত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে শিল্প সচিব আবদুল হালিম, অতিরিক্ত সচিব বেগম পরাগসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন করপোরেশন ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ বিভিন্ন মেলা হয়ে থাকে। কিন্তু এবারই প্রথম জাতীয় শিল্প মেলার আয়োজন করা হচ্ছে। পণ্য বিক্রির ব্যবস্থা থাকলেও এ মেলার মূল উদ্দেশ্য দেশে বিনিয়োগ বাড়ানো। সরকার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করছে। বিনিয়োগকারীরা যাতে সরকারের দেওয়া সব সেবা ও সুবিধা সহজে গ্রহণ করেন, এ মেলার মাধ্যমে সেটাও প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার মাধ্যমে বড়, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির, হস্ত ও কারু এবং হাইটেক শিল্পোদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে। মেলায় সারাদেশের বিভিন্ন খাতের ৩০০ প্রতিষ্ঠান অংশ নেবে। উদ্যোক্তাদের মধ্যে ১১৬ জন নারী এবং ১০৭ জন পুরুষ রয়েছেন। মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী প্রদর্শন করা হবে। একই সঙ্গে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য শিল্পের পণ্য প্রদর্শন করা হবে। মেলায় পণ্য বিক্রিরও ব্যবস্থা থাকছে।
মেলা প্রাঙ্গণে থাকছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কর্নার। এখানে ১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও গ্রাম সহায়তামন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর শপথ অনুষ্ঠান থেকে শুরু করে তার সুদীর্ঘ সংগ্রামী জীবন ও কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হবে। একই সঙ্গে বর্তমানে শিল্প খাতের উন্নয়নে সরকার বাস্তবায়িত কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হবে। বিশেষ করে গত দশ বছরে শিল্প খাতের অর্জন তুলে ধরা হবে। ‘চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়েছে। ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে কোনো প্রবেশ মূল্য নেই।