হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়িঃ
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলাতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বরণ ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন অফিসের কর্মচারীর অবসরজনিত ৪জনকে বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পয়লা এপ্রিল সোমবার বিকালে রোয়াংছড়ি সরকারি ৩য় শ্রেণী কর্মচারী ক্লাব হল রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোহন কান্তি গুপ্ত সঞ্চালনায় বরণ ও বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো : মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মো: তানজির আজাদ, একাডেমিক সুপারভাইজার মো: নুুুুরনবী, উপজেলা সহকারী প্রকৌশলী এ.কে.এম আজ আর উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি সরকারি ৩য় শ্রেণী কর্মচারী ক্লাবের সভাপতি ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার ম্রেমাচিং মারমা।
অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা বিভিন্ন অফিসের কর্মচারীর অবসরজনিতরা হলেন রোয়াংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে- এল.পি.আই থোয়াইনু মং মারম, উপজেলা সমাজ সেবা অফিসের অফিস সহায়ক মো: আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নৈশ প্রহরী নিহ্লা অং মারমা, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক কালা মার্মা।
অনুষ্ঠানের আলোচনায় ফুটে উঠেছে কয়েক দশকের পর আবার রোয়াংছড়ি উপজেলাতে সরকারি ৩য় শ্রেণী কর্মচারী ক্লাব চালু করেছে। রোয়াংছড়ি সরকারি ৪র্থ শ্রেণী কর্মচারী ক্লাবের সভাপতি মো: আবু তাহের বলেন, বিগত দীর্ঘবছর পর কোন কার্যক্রম না থাকাতে ক্লাবের আসবাপত্র ও টিভি, কেরাম, দাবা কোন কিছু নাই আমরা অফিস করার শেষে খেলা বা অবসরজনিত সময় কাটাতে পারিনা। আমরা চরম বিপাকে পড়েছে।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নিকটতম হওয়াতে প্রায় সরকারি অফিসারগণ থাকেননা এবং বিভিন্ন সরকারি কার্যক্রম চালু থাকলেও বিগত দশকের মত আর উপজেলা প্রশাসনের আলো ফুটে নাই।
রোয়াংছড়ি সরকারি ৩য় শ্রেণী কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মো: নাজির উদ্দিন বলেন এ ক্লাবের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সকল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সরকারি কার্যক্রমের অংশগ্রহণ করবে বলে জানান।
বিদায় বরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী ক্লাবের সদস্যবৃন্দ সহ প্রমুখ।
—————————————————————————————-
হ্লাছোহ্রী মারমা
রোয়াংছড়ি প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা।
মোবাইল : ০১৮৪৫২৪০২৪৭, ০১৫৫২৭৩৩৬৭১
ঊসধরষ: যষধপযড়হবংি.৭১@মসধরষ.পড়স