হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৮ মার্চ উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার দুই সপ্তাহ না পোরাতেই ২৮ মার্চ নির্বাচন কমিশনের উপসচিব তারিকুল ইসলাম খান ও মো. আবদুল মালেকের যৌথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর ৪৫ বিধি অনুযায়ী নির্বাচন প্রশাসন শাখা কর্তৃক প্রকাশিত গেজেটে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদবী, নাম ও ঠিকানা প্রকাশ করা হয়। পাশাপাশি আইনগত কোন জটিলতা না থাকলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করণের জন্য অনুরোধ করা হয়।
সরকারী গেজেটে প্রকাশিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের তালিকা অবিকল ছাপানো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মো.শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী শিগগিরই বিজয়ীদের শপথবাক্য পড়াতে যাচ্ছে সরকার। বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করবেন।