প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে রামু হাসপাতাল মিলনায়তনে আজ (৩ এপ্রিল) বুধবার স্বাস্থ্যকর্মীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মিছবাহ উদ্ দীন আহমদ। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বিপ্লব বড়য়া, মোহাং আলম, স্যানিটরী ইন্সপেক্টর মাহতাব উদ্দীন, এমটিইপিআই আলী আকবর প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ৬ থেকে ১৩ এপ্রিল সপ্তাহব্যাপী রামু উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ ওয়ার্ডে প্রায় ২৪৫টি সরকারী, বেসরকারী, কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ফোরকানিয়া ও এবতাদীয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিছবাহ উদ্দীন আহমদ এব্যাপারে সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকসহ সচেতন মহলের সহযোগীতা কামনা করেন।
সভায় স্বাস্থ্য সহকারী মহিতুন্নেছা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ সিএসবিএ হিসেবে পুরষ্কৃত হওয়ায় অভিনন্দন জানানো হয়।