অনলাইন ডেস্কঃ
কক্সবাজারে ভারত-বাংলাদেশ (ইন্দো-বাংলা) যৌথ বাণিজ্যিক কাউন্সিল’র সাব ব্যাংকিং গ্রুপের দুই দিনব্যাপি ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সোনালী ব্যাংকের আয়োজনে তারকা হোটেল সি-গালের বলরুমে আজ বুধবার সকালে শুরু হওয়া সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবদুল আজিজুল হক ও সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আবুল হাসেম।
ভারতের ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’র জেনারেল ম্যানেজার (জিএম) বিকাশ চন্দ্র ও চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার মনোজ দত্ত পোরকায়াস্তা।
সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবিদুর রেজার সঞ্চালনায় বৈঠকে বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে দু-দেশের ব্যাংকিং খাতের অংশগ্রহণ বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। গ্রুপের দু’পক্ষ তাদের নিজ নিজ মতামত সম্বলিত নির্দেশনাপত্র দু’প্রতিনিধি দলের প্রধানের হাতে হস্তান্তর করেন।
সভায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের আর্ন্তজাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং ভারতীয় দূতাবাসের উচ্চ পদস্থসহ দু’দেশের ৪৫ কর্মকর্তা ছিলেন।