হাফিজুল ইসলাম চৌধুরী :
এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ বাজারের সার্বিক চিত্র পাল্টানোর ঘোষণা দিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো.শফিউল্লাহ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ বাজারের ‘বাজার চৌধুরী’।
বাজার চৌধুরী অধ্যাপক মো.শফিউল্লাহ বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়- বুধবার রাতে (৩ এপ্রিল) ব্যবসায়ীদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় তিনি এই ঘোষণা দেন।
বাজার চত্বরে আয়োজিত ওই সংবর্ধনায় সভাপতিত্ব করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর (পেটান সও:)। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও বাজার চৌধুরীকে ফুলে ফুলে সিক্ত করেন ব্যবসায়ীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ নাইক্ষ্যংছড়ি বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিরাজমান নানা সমস্যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং উপজেলা নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরে আগামী দিনে ব্যবসায়ীদের সহযোগিতা চান। এছাড়াও নব নির্বাচিত চেয়ারম্যান, বাজারে শোচাগার নির্মাণ, রাস্তায় জমে থাকা পানি ও ময়লাযুক্ত জায়গা ভরাট করণ, বাজারে ডিপার্টমেন্টাল পন্যের প্লট তৈরি করা, বাড়িতি সেড এবং গাড়ি পার্কিং এর নির্দিষ্ট জায়গা তৈরীর আশ্বাস দেন।
এসময় বক্তব্য রাখেন- মাষ্টার রশিদ আহমদ, আবদুল গফুর সও:, ইসলাম সও:, মামুন, নুরুল আবছার, শাহাজাহান, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো: নোমান, আবদুস সালাম, আলফাজ আহমদ (আফু সও:), উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদ উল্লাহ, নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমুখ।