ক্রীড়া ডেস্কঃ
আন্তর্জাতিক বিরতির আগে পর্যন্ত রোনালদোর চেয়ে তিন গোল পেছনে ছিলেন মেসি। কিন্তু পর্তুগালের হয়ে খেলে আর সুস্থ হয়ে ফুটবলে ফিরতে পারেননি রোনালদো। সে সুযোগে দুই ম্যাচে তিন গোল করে রোনালদোকে ছাড়িয়ে গিয়েছেন লিও। তবে রোনালদোও হয়তো ছাড় দেবেন না।
গত রোববার যখন মাঠে নামলেন, ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি তখন ২-২ গোলে সমতায়। মাঠে নেমে দলের ওপর দিয়ে বয়ে যাওয়া খানিক দেখলেন ঝড়, ২-২ সমতা ম্যাচটি ৮০ মিনিটের ৪-২ গোলে এগিয়ে ভিয়ারিয়াল। বার্সেলোনার সামনে পরাজয়ের হাতছানি। কিন্তু মাঠে তো মেসি আছেন। ৯০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে বল জালে জড়িয়ে ব্যবধান কমালেন। আর শেষ বাঁশি বাজার আগে গোল করে দলকে সমতায় ফিরিয়ে খাদের কিনার থেকে তুলে এনেছেন লুইস সুয়ারেজ।
গল্পটা ওখানেই শেষ। কিন্তু গতকালের এক গোলে ইউরোপসেরার মুকুট নিজের মাথায় তুলে নিয়েছেন আর্জেন্টাইন তারকা। শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। গতকালের এক গোলে ছাড়িয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।
রোনালদো–মেসি দৌরাত্ম্য নিয়ে বলার শেষ নেই। এক যুগ ধরে পুরো ফুটবল বিশ্বকে একাই কুক্ষিগত করে রেখেছেন এই দুজন। আজকে রোনালদো ভালো করছেন তো পরদিন মেসি পুষিয়ে দিচ্ছেন। এভাবেই চলছে। আগে তো এক লিগে থাকার কারণ সুযোগ হতো একে অপরের মুখোমুখি হওয়ার। কিন্তু রোনালদো জুভেন্টাসে যাওয়ায় তাদের নিয়মিত মুখোমুখি হওয়া কমেছে। কিন্তু বিন্দুমাত্র একে অপরকে ছাড় দেননি। বরং মাঠের লড়াইকে আরও অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। সর্বশেষ সংযোজন শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা।
এই কৃতিত্ব অর্জন করতে রোনালদোর তুলনায় মেসির অবশ্য সময় কম লেগেছে। ১৫ মৌসুমে ৪৪৬ ম্যাচে করেছেন ৪১৫ গোল। অন্যদিকে, ১৬ মৌসুমে ৫১৪ ম্যাচে রোনালদো করেছেন ৪১৪ গোল। মেসি অবশ্য সব গোল করেছেন ব্লাউগ্রানা জার্সিতে, কিন্তু রোনালদো গোল করেছেন তিন লিগের তিন দলের হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ছেড়ে এখন জুভেন্টাসের হয়েও ছড়ি ঘোরাচ্ছেন রোনালদো। কিন্তু পর্তুগিজ লিগে স্পোর্টিংয়ের জার্সিতে করে ২৫ ম্যাচে তিন গোল বাদ গিয়েছে পরিসংখ্যান থেকে। কারণ, পর্তুগিজ লিগ শীর্ষ পাঁচ লিগের অন্তর্ভুক্ত নয়। বর্তমান শীর্ষ পাঁচ লিগের মধ্যে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, ফ্রেঞ্চ লিগ ও বুন্দেস লিগা।
আন্তর্জাতিক বিরতির আগে পর্যন্ত রোনালদোর চেয়ে তিন গোল পেছনে ছিলেন মেসি। কিন্তু পর্তুগালের হয়ে খেলে আর সুস্থ হয়ে ফুটবলে ফিরতে পারেননি রোনালদো। সে সুযোগে দুই ম্যাচে তিন গোল করে রোনালদোকে ছাড়িয়ে গিয়েছেন লিও। তবে রোনালদোও হয়তো ছাড় দেবেন না।
শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতারা:
খেলোয়াড় মোট ম্যাচ মোট গোল
লিওনেল মেসি ৪৪৬ ৪১৫
ক্রিস্টিয়ানো রোনালদো ৫১৪ ৪১৪
জিমি গ্রেভস ৫২৯ ৩৬৬
গার্ড মুলার ৪২৭ ৩৬৫
স্টিভ ব্লুমার ৫৯৯ ৩১৭