হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে শুরু করে বিছামারা ছালেহ আহমদ ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ পর্যন্ত- সড়ক ও উপসড়কের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান সমূহকে রাতে লাইটিংয়ের আওতায় আনা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো.শফিউল্লাহ স্থানীয় সচেতন মহলের সঙ্গে আলাপ সেরে এই উদ্যোগ গ্রহণ করেন।গুরুত্বপূর্ণ এসব এলাকা রাতে লাইটিংয়ের আওতায় আনা হলে পথচারীরা উপকৃত হবেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ বলেন- আনুষ্ঠানিক শপথ গ্রহণের আগেই তিনি নাইক্ষ্যংছড়িকে বদলে দেওয়ার কর্মযজ্ঞ আরম্ভ করেছেন। বৃহস্পতিবার সচেতন মহলের সঙ্গে বৈঠকে নাইক্ষ্যংছড়িকে লাইটিংয়ের আওতায় নিয়ে আসার পাশাপাশি- সদরের ছালেহ আহমদ বাজার এলাকায় দিনে যানজট নিরসনে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। যানজট নিরসন হলে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে আর কোন বিঘ্ন সৃষ্টি হবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী ইয়াহিয়া খান মামুন, আবদুল গফুর, মোহাম্মদ ইসলাম, আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদ উল্লাহ, যুবনেতা মোহাম্মদ বদু, নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ।