ক্রীড়া ডেস্ক :
লা লিগায় শেষ তিন ম্যাচেই সরাসরি ফ্রি কিকে অসাধারণ তিনটি গোল করেছেন লিওনেল মেসি। ফ্রি কিক থেকে গোল করায় কম যান না বর্তমান সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোও।
প্রতিটা কোণ থেকেই দুর্দান্ত সব ফ্রি কিকে গোল করেন এই দুজন। সেট পিস থেকে গোল করায় সর্বকালের অন্যতম সেরাও বলা যায় তাদের। কিন্তু হিসাবটা যদি করা হয় গোলসংখ্যা দিয়ে, মেসি-রোনালদোর জায়গা নেই তালিকার শীর্ষ দশেও। এমনকি তাদের চেয়ে এগিয়ে আছেন একজন গোলরক্ষকও!
গত তিন সপ্তাহে রিয়াল বেতিস, এসপানিওল ও ভিয়ারিয়ালের বিপক্ষে ফ্রি কিকে গোল করেছেন মেসি। এই মৌসুমে বার্সেলোনা ফরোয়ার্ডের ফ্রি কিক গোল মোট ৬টি। আর্জেন্টাইন তারকা তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ফ্রি কিকে গোল করেছেন ৪৭টি।
মেসির চেয়ে এগিয়ে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো। জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ডের ফ্রি কিক গোলসংখ্যা ৫৩টি। ফ্রি কিকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার থেকে অনেক পিছিয়ে আছে এই দুজন।
রেকর্ডটা দখলে রেখেছেন প্রাক্তন লিঁও মিডফিল্ডার জুনিনহো পারমানবুকানো। ব্রাজিলিয়ান এই ফুটবলার ২০১৩ সালে অবসরের আগে ফ্রি কিকে গোল করেছেন ৭৭টি। ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় লিঁওতে কাটানো জুনিনহো যে ফ্রি কিকে অদম্য ছিলেন, তার প্রমাণ এই গোলসংখ্যা।
জুনিনহোর মতো তালিকার শীর্ষ দশে থাকা বাকিরাও এরই মধ্যে বুট জোড়া তুলে রেখেছেন। মেসি ও রোনালদোর সামনে তাই সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছেই। তবে গোল করার ‘রেট’ বাড়াতে হবে তাদের।
তালিকায় দুইয়ে আছেন জুনিনহোর জাতীয় দলের সতীর্থ পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজের ক্যারিয়ারে সর্বমোট ৭০টি ফ্রি কিক গোল করেছেন। আর্জেন্টিনার ভিক্টর লেগ্রোটেগলি ও ব্রাজিলের রোনালদিনহো করেছেন সমান ৬৬ গোল।
ফ্রি কিকের জন্য বিখ্যাত ছিলেন ইংলিশ গ্রেট ডেভিড বেকহামও। তার ফ্রি কিক গোলসংখ্যা ৬৫টি। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ফ্রি কিক গোল ৬২টি। প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার জিকো ৬২টি ও নেদারল্যান্ডসের বর্তমান কোচ রোনাল্ড কোম্যান ৬০টি গোল করেছেন ফ্রি কিকে।
প্রাক্তন দুই ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলিনহো ক্যারিওকা ও রজারিও চেনি ফ্রি কিকে ৫৯টি করে গোল করেছেন। তবে চেনির ৫৯ গোল করার চেয়েও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তিনি ছিলেন একজন গোলরক্ষক! তার ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারের পুরোটাই তিনি কাটিয়েছেন ব্রাজিলের দুই ক্লাব সিনোপ ও সাও পাওলোতে।
নিজেদের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার আগে মেসি ও রোনালদো তাদের ফ্রি কিক গোলসংখ্যা কোথায় নিয়ে যান, দেখার এখন সেটিই।