ক্রীড়া ডেস্কঃ
শ্রীলংকার কালুথারায় অনুষ্ঠানরত এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে ওপেন অনূর্ধ্ব-১০ বিভাগে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় সাড়ে চার পয়েন্ট নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
৬ খেলায় বালিকা অনূর্ধ্ব-৮ বিভাগে ওয়ারসিয়া খুশবু ৪ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১৮ বিভাগে নাইম হক ও ওপেন অনূর্ধ্ব-১৬ বিভাগে সাদনান হাসান দিহান ৩ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১২ বিভাগে এম, সাফওয়ান, ওপেন অনূর্ধ্ব-১২ বালিকা বিভাগে জান্নাতুল ফেরদৌসী এবং ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে সাকলাইন মোস্তফা সাজিদ আড়াই পয়েন্ট করে পেয়েছেন।
ষষ্ঠ রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার নীড় হারিয়েছেন মঙ্গোলিয়ার এরহেসতেমুলিনকে ও সাজিদ হারিয়েছেন শ্রীলংকার নবরত্নকে। ড্র করেছেন খুশবু, নাইম, দিহান ও জান্নাতুল। হেরেছেন সাফওয়ান।