আন্তর্জাতিক ডেস্কঃ
কয়েকদিন আগে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার কেন্দ্রে সরকার গড়তে বাংলাই পথ দেখাবে। এবার আরও স্পষ্ট করে বললেন, তৃণমূলের নেতৃত্বে এবার সরকার গঠন হবে। বাংলাই ভারত গড়বে।
শনিবার হাসিমারার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানান।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মমতার এই বক্তব্য নিয়ে ইতোমধ্যেই ভারতের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
জনসভায় মমতা বলেন, ‘দিল্লির সরকারকে বদলে দিন। তৃণমূলের নেতৃত্বে সরকারই মানুষের জন্য লড়বে, গড়বে ও জয় করবে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিথ্যেবাদী, লুটেরা’ হিসেবে অভিযুক্ত করে মমতা বলেন, ‘মোদির প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। শুধু জোর গলায় মিথ্যা কথা বলেন।’
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেও (আরএসএস) কটাক্ষ করে মমতা বলেন, ‘আগে আরএসএস-এর জন্য একটা সম্মান ছিল। ভাবতাম কিছু ভালো নেতা রয়েছে। কিন্তু এখন দেখছি, শপিং মলের মতো হয়ে গিয়েছে ওদের সংস্কৃতি। বিজেপির হয়ে কাজ করছে।’
জনসভায় মমতা বিজেপিকে সরাতে কংগ্রেস, সিপিএমকে ভোট না দিয়ে শুধু জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।