হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালার- আশারতলী তাহ্ফিমুল কোরআন দাখিল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের দুর্দশা এবার ঘুচতে যাচ্ছে। তাঁদের আর জরাজীর্ণ ভবনে পাঠ নিতে হবে না।
বুধবার (১০ এপ্রিল) বিকেলে ৪৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত মাদ্রাসা ভবনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো.শফিউল্লাহ। পার্বত্য বান্দরবান জেলা পরিষদ ওই ভবন নির্মাণে বরাদ্দ দেন।
ভবনের নির্মাণ কাজ উদ্বোধনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শফিউল্লাহ বলেন, এতদঅঞ্চলের মানুষের দুর্দশা লাঘবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কাজ করে যাচ্ছেন। আগামীতে আমরা ঐক্যবদ্ধ থাকলে আরও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হবে। এখন হানাহানির দিন শেষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা বাঁড়িয়ে এগিয়ে যেতে হবে। বদলে দিতে হবে নাইক্ষ্যংছড়িকে।
এসময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, ব্যবসায়ী ইয়াহিয়া খাঁন মামুন, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন, ঠিকাদার মোহাম্মদ রুবেল, নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ।