অনলাইন ডেস্কঃ
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন এবং তাকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করবে বাংলাদেশ জাসদ। আজ শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান নুসরাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে নেতৃদ্বয় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
তারা নুসরাত জাহান রাফির ওপর যৌন নির্যাতন এবং তাকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য দায়ী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নেতৃদ্বয় বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ঘৃণ্য ও নিন্দনীয় অপকর্মের সহযোগীদেরও কোনোরকম ছাড় দেয়ার প্রশ্নই আসে না।’