অনলাইন ডেস্কঃ
পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়িতে প্রথমবারের মতো শুরু হয়েছে সপ্তাহব্যাপী ত্রিপুরা সংস্কৃতি মেলা। শুক্রবার বেলা ১১টার দিকে খাগড়াপুর মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মাহমুদ সাজ্জাদ, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান এবং মেলার অন্যতম সংগঠক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উৎসবের মধ্য দিয়ে পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি-সম্প্রীতি মেলবন্ধন আরও সুদৃঢ় হোক এমন প্রত্যাশার কথা জানিয়ে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এ উৎসব সকলের। এ উৎসবকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
সপ্তাহব্যাপী এ মেলায় ত্রিপুরা জনগোষ্ঠির ইতিহাস, এতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা ছাড়াও খাগড়াপুর মাঠে অনুষ্ঠিত মেলায় ত্রিপুরা জনগোষ্ঠির ঐতিহ্যবাহী অলঙ্কার, প্রকাশনা, ব্যবহার্য সামগ্রী, বুননকর্ম, বাঁশ-বেতসহ নানা ধরনের হস্তশিল্পসহ খাবার-পিঠা-পায়েসের প্রদর্শনী স্থান পাবে বলে জানিয়েছেন মেলার অন্যতম সংগঠক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় ত্রিপুরা জনগোষ্ঠির কৃষ্টিকালচার নিয়ে সাজানো বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে ত্রিপুরা জনগোষ্ঠির ঐতিহ্যবাহী ওয়াকড়ায় খেলা ও গড়িয়া নৃত্য উপভোগ করেন।