অনলাইন ডেস্কঃ
দিনাজপুর পাসপোর্ট অফিসে ভুয়া পাসপোর্ট করার সময় এক রোহিঙ্গা নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্তাল গ্রামের বাসিন্দা দবিরুল ইসলাম (৩২) এবং কক্সবাজারের উখিয়া ক্যাম্পে থাকা রোহিঙ্গা নারী সুমিয়া আক্তার (২২)।
কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেলে পাসপোর্ট অফিসে দিনাজপুর জেলা শহরের রামনগর এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসেন সুমিয়া আক্তার ও দবিরুল ইসলাম। এ সময় ওই দুইজনের কথাবার্তায় সন্দেহ হলে কার্যালয়ের কর্মকর্তারা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পর আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা করা হবে।