আন্তর্জাতিক ডেস্কঃ
মা আর দুই ভাইবোনের সঙ্গে একঘরেই আপনমনে খেলছিল দেড় বছরের শিশুটি। খেলতে খেলতেই সবার অলক্ষ্যে সে চলে যায় পাশের ঘরে। দুর্ভাগ্যবশত ওই ঘরের একটা জানালা ওইসময় একদম খোলা ছিল। শিশুটি জানালার কাছে এসে উঁকি মারতেই একদম দিয়ে নিচে পড়ে যায়।
তবে আশ্চর্যজনক হলেও এটা সত্যি যে, মাটি থেকে প্রায় ৬০ ফুট উঁচু ছয়তলার জানালা থেকে পড়েও শিশুটি বেঁচে গেছে। কারণ শিশুটি যে অ্যাপার্টমেন্টের ছয় তলা থেকে পড়ে গিয়েছিল তার নিচে একটা গাড়ি পার্ক করা ছিল। শিশুটি জানালা দিয়ে ওই গাড়িটার উপর পড়েছিল।
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের রেডমণ্ড শহরে।
রেডমন্ড পুলিশের এক কর্মকর্তা জেমস পেরী জানান, ‘গাড়ির উপর পড়ে যাওয়াতে শিশুটি অবিশ্বাস্যভাবে বেঁচে গেছে’। তিরি আরও বলেন, ‘শিশুটির অবস্থা বেশ খারাপ ছিল। তবে এখন উন্নতির দিকে।’
রেডমন্ড পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় শিশুটি একাই ওই বেড রুমে ছিল। আর মা ও ভাইবোন অন্য ঘরে ছিল।
এত উপর থেকে পড়ে শিশুর বেঁচে যাওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে এটাই প্রথম নয়।
এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ১১ তলা ভবন থেকে ১ বছরের একটি শিশু নিচে রাখা খড়ের উপর পড়ে গিয়ে বেঁচে যায়।
সূত্র : ইউএসএ নিউজ