হাফিজুল ইসলাম চৌধুরী :
এবার নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবকে ঢেলে সাঁজানোর ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বান্দরবান রাজারমাঠস্থ মন্ত্রীর নিজস্ব বাসভবনে নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকেরা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করতে গেলে মন্ত্রী এই ঘোষণা দেন।
এসময় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ, প্রেসক্লাব উপদেষ্টা ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সহসভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আব্দুর রশিদ, সহ-ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ শাহীন, নির্বাহি সদস্য মুফিজুর রহমান, সদস্য এম আবু শাহমা প্রমূখ।