গিয়াস উদ্দিন ভুলু:
টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্দ্যেগে এক ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। “ধর্মন্ধতা নয় ধর্ম নিরপেক্ষতার দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে পাশাপাশি আত্মসংগ্রাম ও পরিশুদ্ধতায় জীবনাচার ও সাম্প্রদায়িক উগ্র জঙ্গীবাদ নির্মূলের প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ২৮ জুন, মঙ্গলবার বিকালে টেকনাফ ডিগ্রী কলেজ এর হলরুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক নুরুল বশর, বিশেষ অতিথি ছিলেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক নুরুল আমিন সিকদার, মুজিবসেনা ঐক্যলীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুরুল আমিন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন, ওয়ার্ড, কলেজ, স্কুল, মাদ্রাসা শাখার সভাপতি, সাধারণ স¤পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ চলবে নিজ গতিতে, কারো ইশারায় উঠাবসা করবেন না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোন আন্দোলন কর্মসূচীতে ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
জননেত্রী শেখ হাসিনার সকল কর্মসচি বাস্তবায়ন করতে ছাত্রলীগ নেতাকর্মীকে আজকের ইফতার মাহফিলের মত ঐক্যবন্ধ হয়ে সজাগ থাকতে হবে। সভাশেষে মৌলভী রেজাউল করিমের মোনাজাতের মাধ্যমে ইফতার পার্টির আয়োজন সম্পন্ন করা হয়।