আন্তর্জাতিক ডেস্কঃ
কানাডায় তুষার ধসে তিন পেশাদার পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, ওই তিন পর্বতারোহী কানাডিয়ান রকিজ অঞ্চলের সর্বোচ্চ চূড়া ‘হাউজ পিক’ এ আরোহণের চেষ্টা করছিলেন।
তিন পর্বতারোহী হলেন: অস্ট্রেলিয়ার ডেভিড লামা ও হ্যান্সজার্গ আউয়ের এবং যুক্তরাষ্ট্রের জেস রসকেলি। তারা ভ্রমণের পোশাকের সুপরিচিত ব্র্যান্ড ‘দ্য নর্থ ফেস’র পৃষ্ঠপোষকতায় এবারের অভিযান শুরু করেছিলেন।
বিবিসি জানায়, তিন পর্বতারোহী হাউজ পিকের দূর্গম এবং ঝুঁকিপূর্ণ পূর্ব দিক দিয়ে চূড়ায় উঠার চেষ্টা করছিলেন। পর্বতারোহীরা সাধারণত ওই পথ এড়িয়ে চলেন বলে জানান নিরাপত্তা বিশেষজ্ঞ স্টেভ হোলেকজি।
তিন পর্বতারোহী নিখোঁজ হওয়ার পর ন্যাশনাল পার্কের কর্মীরা তাদের উদ্ধারে হেলিকপ্টারে করে ঘটনা স্থলে গিয়েছিলেন।
তারা জানান, তারা সেখানে ‘তুষার ধসের প্রমাণ এবং ধ্বংসস্তুপের মধ্যে পাহাড়ে উঠার যন্ত্রপাতি দেখতে পেয়েছেন’।
কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখনই সেখানে উদ্ধার কাজ চালানো সম্ভব না।
হোলেকজিও উদ্ধারকারী ওই দলের সঙ্গে ছিলেন। তিনি বলেন, সেখানে যত বড় তুষার ধস হয়েছে তা ছোটখাট ভবন ধ্বংস করে ফেলার জন্য যথেষ্ট।
সূত্রঃ বিডিনিউজ