হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুতে বন্য হাতির আক্রমনে ছলিমা খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ২৮ জুন গভীর রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব হাসনাকাটা এলাকার নতুনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের প্রয়াত আব্দু শুক্কুরের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন ছলিমা খাতুন ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী নুরুল ইসলামের বাড়ির সামনে গেলে রাতের আঁধারে একটি বন্য হাতির কবলে পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন।
এই বিসয়ে জানতে চাইলে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর আমাদের রামু ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।