অনলাইন ডেস্কঃ
সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী ট্রাংক রোড় শহীদ মিনারে জড়ো হয়ে পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে স্বেচ্ছাসেবী ওসমান গণী রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা ক’জন স্বেচ্ছাসেবক ফেনীর উপদেষ্টা আরিফুল আমিন রিজভী, সচেতন যুব সমাজ ফেনীর আহ্বায়ক আরাফাত খান, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা মিমি।
এ ছাড়া মো. সাহাব উদ্দিন, আমের মক্কী, আমীর হোসেন ও নুর নবী হাসানসহ প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবী মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশ থেকে তারা নুসরাতকে হত্যকারীদের ফাঁসির দাবি জানান।
হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রঃ জাগোনিউজ