শিক্ষা ডেস্কঃ
রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে দুই পর্নো তারকার নাম ছাপার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং দায়ীদের বিষয়ে ব্যবস্থা নিবে।
শুক্রবার রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্কুলের প্রথম সাময়িক পরীক্ষায় নবম শ্রেণির বাংলা প্রথম পত্রে দুটি প্রশ্নে সম্ভাব্য উত্তরে দুই পর্নো তারকার নাম আসা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষও বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।