প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার ২৩ এপ্রিল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ আহŸান জানিয়ে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা সহকারী (কমিশনার) ভূমি চাইথোয়ালা চৌধুরী, বক্তব্য রাখেন রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. দিদারুল আলম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বিপ্লব বড়ুয়া, মুক্তির ম্যানেজার দুলাল বড়ুয়া প্রমূখ।
সভার পূর্বে ব্যান্ডের তালে তালে ব্যানার, ফেষ্টুন সহকারে এক বিশাল র্যালী রামুর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন ‘দেশ গড়তে হলে সুস্থ জাতি প্রয়োজন। পুষ্টিকর খাবার গ্রহণে উদ্বুদ্ধ হলে জনগণ সুস্থ সবল ও সমৃদ্ধশালী জাতিতে পরিণত হবে। বক্তারা আরো বলেন ‘পুষ্টিহীনতার কারণে এখন অনেক রোগ হয়। মায়ের পুষ্টিহীনতা থাকলে নবজাতকের ওজন কম হয়। তাই মাকে বেশী পরিমাণে পুষ্টিকর খাবার খেতে দিতে হবে।’ এছাড়াও সভায় তেল, চিনি এবং লবণ কম খেতে উপস্থিত সকলকে পরামর্শ দেয়া হয়।’ অনুষ্ঠানে ডাক্তার, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।