সংবাদদাতাঃ
কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫০টি ঘর আগুনে পুড়ে গেছে।
জেলার উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, বুধবার বেলা সোয়া ১টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের তুর্কি পাহাড় এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
তবে এতে ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতে পারেননি। আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে জানিয়ে ওসি খায়ের বলেন, “অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫০টি ঘর পুড়ে গেছে।”