ক্রীড়া ডেস্কঃ
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। তার আগে ইংলিশ কন্ডিশনের অনুরূপ পরিবেশে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যে সিরিজে স্বাগতিকরা ছাড়াও টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের আগে হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের নিয়ে শক্তিশালী এক স্কোয়াডই গড়েছে ক্যারিবীয়রা।
তবে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের সঙ্গে ক্যারিবীয়দের বিশ্বকাপ স্কোয়াডের তেমন মিল নেই। ত্রিদেশীয় সিরিজে ছয়জন খেলোয়াড় থাকছেন, যারা বিশ্বকাপ দলে থাকবেন না।
এই ছয় খেলোয়াড় হলেন-সুনিল এমব্রিস, জন ক্যাম্পবেল, জোনাথান কার্টার, রস্টন চেজ, শেন ডোরিচ এবং রেমন শেইফার। বিশ্বকাপের আগে দলগুলো যখন নিজেদের কম্বিনেশন সাজাতে ব্যস্ত, তখন ওয়েস্ট ইন্ডিজ একটু অন্যরকমভাবেই এগোচ্ছে।
এই ছয় খেলোয়াড় বিশ্বকাপের পরিকল্পনাতেই নেই। অথচ তারা খেলবেন ত্রিদেশীয় সিরিজে। তারপর বিশ্বকাপের মূল মঞ্চে বলতে গেলে ভিন্ন এক দল দেখা যাবে ক্যারিবীয়দের।
বাংলাদেশ, আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ৫ মে। ১৩ মে টুর্নামেন্টের ফাইনাল।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রেথওয়েট, শেলডন কোট্রেল, শেনন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, সিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, অ্যাশলে নার্স, নিকোলাস পুরান, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ওসানে থমাস।