অনলাইন ডেস্কঃ
রোববার ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি পালনে কক্সবাজার জেলা আইনগত সহায়তা কমিটি ব্যাপক কর্মসূচী গ্রহন করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮ টায় বর্ণাঢ্য র্যালী, সাড়ে ৯ টায় জেলা লিগ্যাল এইড অফিস ও এনজিও’দের সমন্বয়ে স্থাপিত লিগ্যাল মেলার উদ্বোধন, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা, বিকেল সাড়ে ৪ টায় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা, সন্ধ্যা সাড়ে ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান।
এছাড়া তথ্যসমৃদ্ধ একটি স্যুভেনিয়র প্রকাশ করা হবে। “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান-বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান” প্রতিপাদ্য নিয়ে এবছর সপ্তম জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজকে প্রধান উপদেষ্টা করে দিবসটি পালনের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন-জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন-বিপিএম, সিভিল সার্জন ডাঃ আবদুল মতিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, জিপি এডভোকেট মোহাম্মদ ইসহাক, পিপি মমতাজ আহমেদ ও জেল সুপার বজলুর রশিদ আখন্দ। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ’কে আহবায়ক ও যুগ্ম জেলা ও দায়রা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল-কে সদস্য করে আইনগত সহয়তা দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও পৃথক ৭ টি উপকমিটি গঠন করা হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীনকে আহবায়ক, জেলা লিগ্যাল অফিসার ও সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য ও সহকারী জজ মোহাম্মদ বেলাল’কে নির্বাহী সদস্য করে অর্থসংস্থান ও ব্যয় নির্বাহ উপকমিটি, যুগ্ম জেলা ও দায়রা জজ-মাহমুদুল হাসান’কে আহবায়ক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানা ও প্যানেল আইনজীবী এডভোকেট এ.বি.এম মহিউদ্দিন’কে নির্বাহী সদস্য করে মেলা ও র্যালী ব্যবস্থাপনা উপকমিটি, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসকে আহবায়ক, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান ও জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন’কে নির্বাহী সদস্য করে আপ্যায়ন, অভ্যর্থনা ও খাদ্য ব্যবস্থাপনা উপকমিটি, সিনিয়র সহকারী জজ (সদর) আলাউল আকবর’কে আহবায়ক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ দেলোয়ার হোসেন ও প্যানেল আইনজীবী মোঃ আবুল হোসেন’কে নির্বাহী সদস্য, লিগ্যাল এইড কার্যালয়ের অফিস সহকারী খোকন মাহমুদ কে সদস্য করে স্যুভেনির, টিশার্ট ও ক্যাপ ব্যবস্থাপনা উপকমিটি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’কে আহবায়ক, সিনিয়র সহকারী জজ বেগম খাইরুননেছা ও জেলা লিগ্যাল লিগ্যাল এইড অফিসার মৈত্রী ভট্টাচার্যকে নির্বাহী সদস্য করে আলোচনা সভা ও সাংস্কৃতিক উপকমিটি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ দেলোয়ার হোসেন’কে আহবায়ক, সহকারী জজ মোহাম্মদ জিয়াউল হক ও প্যানেল আইনজীবী এডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী’কে নির্বাহী সদস্য করে ডেকোরেশন ও স্টল ম্যানেজমেন্ট উপকমিটি এবং অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস’কে আহবায়ক ও সহকারী জজ মোহাম্মদ জিয়াউল হক’কে নির্বাহী সদস্য, অফিস সহকারী রিটন বড়ুয়া’কে সদস্য করে প্রচার, বিতরণ ও মিডিয়া কভারেজ উপকমিটি গঠন করা হয়েছে। এদিকে, মূল উদযাপন কমিটির আহবায়ক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ বলেছেন-আইনগত সহয়তা দিবসের মূল উদ্দ্যেশ্য হচ্ছে-অসহায়, দারিদ্র, সুবিধাবন্ঞ্চিত নাগরিক ও নির্যাতিতদের সম্পূর্ণ বিনামূল্যে সরকারীভাবে আইনী সহায়তা পাওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। একই সাথে এই দিবস আইনঙ্গনের সাথে সংশ্লিষ্ট সকলের বার্ষিক একটি মিলনমেলা। তাই এদিবসটিকে উৎসবমূখর পরিবেশে উদযাপনে তিনি সকল প্রশাসন, গণমাধ্যম, আইএনজিও, এনজিও সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, জাতীয় আইনগত সহায়তা দিবস পালন নিয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২৮ এপ্রিল সকাল ১০ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয়ভাবে দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চ ও চত্বরে লিগ্যাল এইড মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মন্ত্রী আনিসুল হক আরো বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সংবাদপত্রে আইন সহায়তা বিষয়ক ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে এবং রেডিও-টেলিভিশনে হবে আইন সহায়তা সংক্রান্ত টকশো ও মুক্ত আলোচনা।
প্রসঙ্গত, ২০০৯ সালের মার্চ থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত জাতীয় আইনগত সংস্থার মাধ্যমে মোট ৩ লাখ ৯৩ হাজার ৭৯০ জনকে বিনামূল্যে আইনি সেবা দেয়া হয়েছে। আইনগত সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৬৬ হাজার ৪০২ জন কারাবন্দি ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।