আন্তর্জাতিক ডেস্কঃ
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ বিবিসি কে বলেছেন, ইস্টার সানডের বোমা হামলার আগে আসা গোয়েন্দা সতর্কতা সম্পর্কে তাকে কিছু জানানো হয়নি।
তিনি বলেন, দেশে কোনোরকম বিপদের আশঙ্কা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তাকে দেওয়া হয়নি।
ইস্টার সানডের সকালে তিনটি গির্জা ও চারটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলায় আড়াইশ’র বেশি মানুষ নিহত হওয়ার ঘটনাটি শ্রীলঙ্কার বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
শ্রীলঙ্কার পুলিশ প্রধান এবং শীর্ষ প্রতিরক্ষা সচিব এ হামলার ঘটনায় পদত্যাগ করেছেন।
কিন্তু রনিল বিক্রমসিংহ ওই হামলার আগাম সতর্কতা সম্পর্কে জানা না থাকারই যুক্তি দিলেন। এর মানে হচ্ছে, তার আর প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার প্রয়োজন পড়বে না।
তিনি বলেন, “আমাদের যদি কোনোরকম সন্দেহ হত, আর আমরা যদি ব্যবস্থা না নিতাম, তাহলে আমি তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্র দিয়ে দিতাম। কিন্তু আপনার যদি কিছু জানাই না থাকে তাহলে কি করা যাবে?”
শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এর আগে জানিয়েছিলেন, শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, দেশটিতে আইএস এর সঙ্গে সম্পৃক্ত প্রায় ১৩০ সন্দেহভাজন আছে এবং ধরা ছোঁয়ার বাইরে থাকা ৭০ জনকে পুলিশ খুঁজছে।