আমাদের রামু রিপোর্ট:
তিন পার্বত্য জেলার ১৪টি কলেজ জাতীয়করণ করা হয়েছে। জাতীয়করণকৃত ১৪ কলেজ হল,
রাঙ্গামাটির কাচালং ডিগ্রী কলেজ, নানিয়াচর কলেজ, কর্ণফুলি ডিগ্রী কলেজ, কাউখালী ডিগ্রী কলেজ ও বাঙ্গালহালিয়া কলেজ।
খাগড়ছড়ির দীঘিনালা ডিগ্রী কলেজ, পানছড়ি ডিগ্রী কলেজ, মহালছড়ি কলেজ, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ, মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ ও গুইমারা কলেজ।
বান্দরবানের মাতামুহুরী কলেজ, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ ও রুমা সাঙ্গু কলেজ।
উল্লেখ্য, সরকারি কলেজবিহীন উপজেলায় ১টি করে কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি কমিটি ৩২৫টি কলেজ জাতীয়করণের লক্ষ্য নির্ধারণ করে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয় জুন মাসে। চারটি বাদ পড়ে প্রথমেই ।
এরপর নানা অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবারো যাচাইবাছাই হয়। যাচাইবাছাইয়ের পর গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৯৯টি কলেজের দুইটি পৃথক তালিকা কঠোর গোপণীয়তায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ১৯৯ কলেজ জাতীয়করণের অনুমোদন/সদয় অনুশাসন দিয়েছেন। বাদবাকীগুলো নিয়ে কাজ চলছে।