দেশের আকাশে গতকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ দেশব্যাপী উদযাপিত হচ্ছে।
দীর্ঘ একমাস ধরে সিয়াম সাধনার পরেই আসে খুশির ঈদ। আর ঈদের এই পবিত্র খুশি জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে ছুঁয়ে যায়।
সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে ধর্মটা যার যার মত করে পালন করলেও উৎসবের আনন্দটুকু যেন সবার।
মানুষকে মানুষ কাছে টানার কিংবা মানুষের সাথে মানুষের মিলনের সেতুবন্ধন রচনায় যুগে যুগে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এসব উৎসব নিঃসন্দেহে।
আজও ঈদের এই নির্মল আনন্দটুকু ছড়িয়ে পড়ুক সবার প্রাণে জনে জনে।
আমরা আমাদের রামু ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের মৈত্রীময় শুভেচ্ছা।
সম্পাদক
আমাদের রামু ডটকম।