ইমরান হোসেন রুবেল, সৌদি আরব থেকে:
রামুর সৌদি আরবস্থ মক্কা প্রবাসীদের ঈদ পুণঃ মিলনী উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
রিয়াজ উল আলম তাঁর প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংসদ সাইমুম সরওয়ার কমলের নেতুত্বে রামু-কক্সবাজারে উন্নয়ন কার্যক্রম চলছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনারা রামুর সন্তান যারা সৌদি আরবে বাস করছেন আপনাদের এদেশের প্রচলিত আইন-কানুন মেনে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। সবাইকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে।
মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মুজাহিদুল রাসেল, সাইফুল ইসলাম সাইফু, আবদুল রাজ্জাক সিকদার, ওমর আলী সওদাগর, আবদুল মালেক, সাংবাদিক সেলিম, মৌলানা তোফাইল, টিপু, মুফিজ এবং নজরুল ইসলাম প্রমূখ।
সভায় প্রধান অতিথি রিয়াজ উল আলমকে মক্কা প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রধান করা হয়। এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ইমরান হোসেন রুবেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবদুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনজুর আলম।
উল্লেখ্য, সভায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রামুকে পৌরসভা এবং কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি জানানো হয়।
উক্ত সভায় মক্কা প্রবাসী ব্যবসায়ী বৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।