খালেদ হোসেন টাপু,রামুঃ
কক্সবাজারের রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদ উল আযহা সামনে রেখে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ আগষ্ট) রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্নয়ন খাতে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন রামু থানার নবাগত ওসি মোঃ আবুল খায়ের। এসময় ওসি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে। সবাই যেনো ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষে সরকার গরীব আসহার পরিবারের মধ্যে চাল বিতরণ করছে।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক প্রতিরোধেও এলাকার সকল শ্রেনীর মানুষকে সজাগ থাকতে হবে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারি প্রকৌশলী(এলজিইডি) আলা উদ্দিন খান, সাংবাদিক খালেদ হোসেন টাপু, ইউপি সদস্য নুর আহমদ, লিটন বড়ুয়াসহ সকল ইউপি সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঈদ উল আযহা উপলক্ষে রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়নের হতদরিদ্র ২ হাজার ৩শ ১৩ জনের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এদিকে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান জননেতা ফরিদুল আলম বলেন, নির্বাচনের সময় ফতেখাঁরকুলবাসির কাছে আমার প্রতিশ্রæতি ছিল, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ফতেখাঁরকুল ইউনিয়নকে একটি স্বপ্নের মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবো। ফতেখাঁরকুলবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন, নৌকার প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করেছেন। আমি জনগনের আস্থার প্রতিদান দিতে শপথ গ্রহনের পরদিন থেকে ফতেখাঁরকুলবাসির কল্যাণে উন্নয়নের পাশাপাশি সবধরনের সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর হতদরিদ্র মানুষদের মাঝে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।