অাবুল কাশেম সাগরঃ
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ের থলিযা ঘোনা নামক স্থানে বিকল হয়ে রাস্তার মাঝ পথে অাটকা পড়া ট্রাকের পেচনে ধাক্কা লেগে নবী অালম ( ৪০) নামে মোটর বাইক চালক মৃত্যু হয়েছে। সে স্থানীয় কাহাতিয়া পাড়া ০৪ ওয়ার্ডের মরহুম মোজাম্মেল হকের সন্তান এবং সাবেক ইউপি সদস্য মনজুরের ছোট ভাই ।
বৃহস্পতিবার ৮ অাগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। রশিদ নগর ইউনিয়নের ৭ ওয়ার্ডের ইউপি সদস্য বজল অাহমদ জানান, নিহত নবী অালম পানিরছড়া স্টেশন হতে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথিমধ্যে থলিয়াঘোনা পুরাতন জামে মসজিদ ( ৩০০গজ) অদূরে সকাল থেকে বিকল হয়ে রাস্তার প্রায় মাঝখানে দাড় করিয়ে রাখা একটি ট্রাক গাড়ির পেচনে ধাক্কা লেগে মাথায় মারাক্রক অাঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে অাসছে।