অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র সৈকতে ফুটবল খেলতে গিয়ে স্রোতের টানে ভেসে যাওয়া নিখোঁজ মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীর (১৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের লম্বরী সৈকতে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে টেকনাফের সমুদ্র সৈকতে ফুটবল খেলতে নেমে স্রোতের টানে সে ভেসে যায়।
মোহাম্মদ আলী টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমিজ আহমদের ছেলে এবং সে গোদারবিল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুকুল কুমার নাথ বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেদের কাছ থেকে সমুদ্র সৈকতের তীর থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।