খালেদ হোসেন টাপু,রামুঃ
কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ বাবলু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৬ আগষ্ট) রামু থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়ের এর নির্দেশে এসআই তানভিরুল হক চৌধুরী ও এএস আই এফরান হায়দারের নেতৃত্বে খুনিয়াপালং ইউপিস্থ পাইনবাগান নামক স্থানে টেকনাফ-কক্সবাজার সড়কে একদল পুলিশ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবলু (৩৫) কে আটক করেন। সে টেকনাফ হ্নীলা
মৌলভী বাজার পূর্ব পাড়ার জমির উদ্দিনের ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।