এ.এম হোবাইব সজীব, মহেশখালী থেকে ফিরে:
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের লোকমান হাকিমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১২ টার দিকে শাপলাপুর ইউনিয়নের গলাচিরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, মুখোশধারী একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পতিভাবে আমার ছেলে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে রাস্তায় ব্যাড়িকেট দিয়ে এ ঘটনা ঘটায়।
খবর পেয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাহের লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক আমাদের রামু ডটকমকে বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।