ধর্ম ডেস্কঃ
পবিত্র হজ পালন শেষে গত তিন দিনে ১২ হাজার ৫৫২ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩টি ও সৌদি এয়ারলাইন্সের ২১টিসহ মোট ৩৪টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।
গত ১৭ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হয়। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সোমবার (১৯ আগস্ট) বিজি-৩৫০৬ ও বিজি-৩৮০৬ দুটি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় আগত হাজিরা মক্কা থেকে বাংলাদেশে ফেরেন। সরকারি ব্যবস্থাপনায় আগত ১৫তম ফ্লাইটের হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। সেখানে তারা ৮ দিন অবস্থান শেষে বাংলাদেশে ফিরবেন।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে আসেন। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
সূত্রঃ জাগোনিউজ