প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু উপজেলায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা (ইউসেপ) বিষয়ক ২ দিনের কর্মশালা ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর স্টেকহোর্ল্ডাস অন ইউপেপ পাইলটিং’ মেরংলোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা রিসোর্স সেন্টারে মঙ্গলবার (২০আগষ্ট) সন্ধ্যায় সমাপ্ত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর (পরিকল্পনা ও উন্নয়ন) আয়োজনে, ইউনিসেফ-বাংলাদেশের সহযোগীতায় এ কর্মশালা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪) মোহাং আবদুল মান্নান। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন ডিপিইর ডেপুটি ডিরেক্টর ড. নুরুল আমিন চৌধুরী, ইউনিসেফ প্রতিনিধি শ্রীলংকান নাগরিক রাদিগাদেবী ভেলুপিল্লাই। রিসোর্স পার্সন ছিলেন ইউনিসেফ কনসালটেন্ট হুমায়ুন কবির, মোহাং সায়েম, কাওসার মাহমুদ, সঞ্চালক ছিলেন সহঃ জেলা শিক্ষা অফিসার ইকরামুল উল্লাহ চৌধুরী।
সার্বিক সহযোগীতায় ছিলেন রামু প্রাথমিক শিক্ষা অফিসার গৌরচন্দ্র দে ও সহঃ শিক্ষা অফিসার আবু নাসের মোহাং হাসান।
তত্ত্বাবধানে ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোহাম্মদ আজিজুল হক। উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন ৫ জন প্রধান শিক্ষক
যথাক্রমে জোয়ারিয়ানালা ঘোনারপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম, কালারপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের বিভাস বড়ুয়া, কাহাতিয়াপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের তাহমিনা খাতুন, মৌলভীরকাটা সঃ প্রাঃ বিদ্যালয়ের সিদ্দিকুল আজাদ, মন্ডলপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের আ.ন.ম আসগর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্রাক এর আবদুস সাত্তার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দাতা সদস্যবৃন্দ।