মানিক বৈরাগী:
কাঠ কয়লা পুড়ে ছাই হয়
বাতাসে উডে কার্বন বাড়ায়,
তুমি ও তোমরা কাঠ কয়লার স্তুপ
তাই পুড়ে কার্বনের গন্ধ বাড়াবে।
সুপ্ত আগ্নেয়গিরি জাগলে পুড়িয়ে
নতুন সম্ভাবনা দেখায়,
কার্বন ও শিষা গন্ধ তৈরি করে
প্রশ্বাস যন্ত্রনা দেয় না।
আমি সেই বিশুদ্ধ বিসুভিয়াস
পুড়িয়ে নতুন সম্ভাবনা দিই,
মানুষ স্বপ্ন দেখে মানুষ পুড়িয়ে
কাছে এসোনা সখি পুড়ে যাবে।