অনলাইন ডেস্কঃ
বিচারিক কার্যক্রম সহজ করতে দেশের সব কারাগারের অভ্যন্তরে ‘ভার্চুয়াল কারাগার’ স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্ধর্ষ আসামিদের কারাগার থেকে আদালতে টানাটানি করতে যাতে না হয় সেজন্য সব কারাগারে এ ব্যবস্থা রাখতে হবে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের বরাদ্দ প্রস্তাব অনুমোদনের সময় কারাগারের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। এই জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩২৬ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী সভায় এ প্রসঙ্গে আলোচনার সময় বলেছেন, ‘‘যেসব আসামি ছিনতাই বা অন্য কোনও কারণে জেলে রয়েছে, সেসব আসামিকে ক্যামেরার মাধ্যমে এজলাসে বসেই বিচারক যেন বিচার করতে পারেন সেজন্যই কারাগারগুলোতে ‘ভার্চুয়াল কারাগার’ বানানো দরকার।’’ এসময় কারা রক্ষীদের তৈরি করা পণ্য বিক্রির অর্ধেক মূল্য যাতে তারা পায় তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী সভার বিবরণ দিতে গিয়ে আরও জানান, একনেক সভায় আলু রফতানিরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য উন্নত বীজ এনে আলুর মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি যাতে রফতানির ক্ষেত্রে কোন বাঁধা না থাকে।
এছাড়াও দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ এবং সেই পরিসংখ্যানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পুরনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে নির্দিষ্ট করে দেওয়া হয় যে কত শিক্ষার্থী তারা ভর্তি করতে পারবে। এজন্য একটি নীতিমালা করতে হবে। প্রয়োজন হলে যেসব জেলায় এ ধরনের বিশ্ববিদ্যালয় নেই সেসব জেলায় নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে হবে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন