হাফিজুল ইসলাম চৌধুরী :
নাইক্ষ্যংছড়িতে জঙ্গিবাদ প্রতিরোধ ও গুপ্ত হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। আজ সোমবার, ১১ জুলাই বিকাল ৪টায় শহীদ মিনার চত্বরে বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা এ সমাবেশ করে। এসময় জঙ্গি বিরোধী নানা প্লেকার্ড প্রদর্শন করা হয়।
সমাবেশে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, যুগ্ন-আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ইমরান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাইফুদ্দিন মামুন শিমুল, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাইন মার্মা প্রমূখ।