আন্তর্জাতিক ডেস্কঃ
একইদিনে কিছু সময়ের ব্যবধানে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।
কাশ্মীর প্রশ্নে দু’দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপড়েন এবং বাক্যুদ্ধের মধ্যে দুই প্রধানমন্ত্রীর একই মঞ্চের এ ভাষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতুহল।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন মোদী। দ্বিতীয়বার ভারতের ক্ষমতায় আসার পর বিশ্বনেতাদের সামনে এটিই হবে তার প্রথম ভাষণ।
মোদীর পরই ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও কেউ কেউ বলছেন, মোদী না ইমরান— কে আগে ভাষণ দেবেন, তা এখনও স্থির হয়নি। তবে গত ৫ অগাস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়ার পর এই প্রথম জাতিসংঘের এক মঞ্চে আসছেন দুই নেতা।
কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন মোদী। অন্যদিকে, ইমরান খানও একই চেষ্টা চালাচ্ছেন। ফলে জাতিসংঘ ভাষণে দুইজনই কাশ্মীর প্রসঙ্গে নিজেদের পক্ষ সমর্থনে জোরাল যুক্তি দেখাবেন বলেই মনে করা হচ্ছে।
সূত্রঃ সমকাল