অনলাইন ডেস্কঃ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দিয়েছেন।
আইজিপি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালালে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সভায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, মো. মহসিন হোসেন ও আবদুস সালাম এবং এসবি প্রধান মীর শহীদুল ইসলাম ও সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্রঃ সমকাল