প্রেস বিজ্ঞপ্তিঃ
রামুতে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ’র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রামু বাইপাস সিটি পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন।
প্রধান আলোচক ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুলাহ, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের সদস্য হাফেজ মনির উদ্দিন, কক্সবাজার জেলার উপদেষ্ঠা মফিজ উদ্দিন, রামু উপজেলার উপদেষ্ঠা মাও. মুফতি আবু বকর ছিদ্দিকী ও মাওলানা রেজাউল করিম। সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রামু উপজেলার আহবায়ক ইঞ্জিনিয়ার খাইরুল ইসলাম।
শাহিদ ফরিদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রামু উপজেলার সদস্য সচিব মো. ওসমান। সার্বিক সহযোগিতায় ছিলেন মোর্শেদ শাকিল, নিশাত বড়ুয়া, তৌফিকুল ইসলাম প্রম‚খ অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্তদের হাতে ক্রেস্ট, স্মরণিকা, নগদ টাকা এবং সনদপত্র তুলে দেন।
বক্তারা বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের সৈনিক শহীদ মুহাম্মদ লিয়াকত আলী ১৯৮৬ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ চত্ত¡রে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তাঁরই স্মরণে ১৯৯৮ সাল থেকে দেশব্যাপী শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অয়োজন করে আসছে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং আগামী দিনের যোগ্য নাগরিক সৃষ্টির লক্ষ্যে গত বছরের ২১ সেপ্টেম্বর রামু উপজেলাতেও প্রথমবারের মত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৮ এ অংশগ্রহণকারী রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন ট্যালেন্টপুলসহ ৩০ জন পরীক্ষার্থী এ বৃত্তি লাভ করে।