হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে-রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিনটি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
গর্জনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় ৩টি বিদ্যালয়ের সভাপতি, সহসভাপতি, নারী সদস্য ও অভিভাবক সদস্যসহ ৩০ ব্যক্তি অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে ও সহকারি শিক্ষা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ হাচ্ছান।
কর্মশালা শেষে বক্তব্য দেন পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক কিশোর কুমার ধর, মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবির, প্রধান শিক্ষক এনামুল হক, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার বড়ুয়া, মিল্টন দত্ত প্রমূখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে বলেন, বিদ্যালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির জন্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।