খালেদ শহীদঃ
বড় মহেশখালীর প্রাচীন বংশ মোহাম্মদ বকসু পরিবারের প্রজন্ম পুরুষ আলহাজ্ব অ্যাডভোকেট নজরুল ইসলামের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বড় মহেশখালীর মাদ্দুস্য বরঅ ডেইলে (নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ) অনুষ্ঠিত নামাজে জানাযায় ইমামতি করেন, মরহুমের ছোট ভাই আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম।
নামাজে জানাযা শেষে মরহুম নজরুল ইসলামকে স্থানীয় ছোট কুলাল পাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় মরহুমের জন্য মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তৃতা করেন, সাবেক সাংসদ আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আ জ ম মঈন উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুবক্কর ছিদ্দিক, কক্সবাজার জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আলম, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট ইব্রাহীম খলিল, রাজনীতিক শফিউল্লাহ কুতুবি, মরহুমের ছোট ভাই অ্যাডভোকেট রেজাউল করিম ও এক মাত্র ছেলে আসিফ হায়দার।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি’র সিনিয়র সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নজরুল ইসলাম শুক্রবার সাড়ে ১০টায় কক্সবাজার শহরের পূর্ব রুমালিয়ার ছড়াস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ বছর ধরে অসুস্থ রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, এক ভাই, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান।
মরহুম অ্যাডভোকেট নজরুল ইসলাম কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ছোট কুলাল পাড়ার মরহুম হোছাইন আহমদের প্রথম ছেলে।
মরহুমের অ্যাডভোকেট নজরুল ইসলামের একমাত্র ছেলে আসিফ হায়দার পিতার জন্য মাগফেরাত ও তার শোকাহত পরিবারের জন্য আত্মীয়-স্বজন সহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।