নিউজ ডেস্কঃ
কক্সবাজারের রামু থানার ওসি মো. আবুল খায়ের সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা স্মারক লাভ করেছেন।
গত আগস্ট মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য ২৯ সেপ্টেম্বর (রোববার) সকালে কক্সবাজার পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায়, ওসি মো. অাবুল খায়েরকে শ্রেষ্ঠ থানার ওসি হিসাবে- সভার সভাপতি পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন বরণ দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বণিক চন্দ্র দাশ, জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রামু থানার ওসি মো. আবুল খায়ের বলেন- সাধারণ মানুষের সাথে থানা পুলিশ জনবান্ধব আচরণ ও থানা পুলিশের দায়িত্ব পালনে বেশি বেশি মনোযোগী হওয়ার জন্য আমার কড়া নির্দেশনা রয়েছে। রামু থানার এই অর্জন সকল কর্মকর্তার সম্মেলিত প্রচেষ্টার ফসল।