ক্রীড়া ডেস্কঃ
বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারতের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরুর প্রথম দিনই জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে বলেছিলেন, ‘ভুটানের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি জিতে তার দল আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায়।’ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচের প্রথমটি জিতে ফুটবলারদের আত্মবিশ্বাসে যোগ হয়েছে বাড়তি জ্বালানি। জয়ের ধারা ধরে রেখে ৩ অক্টোবরের ম্যাচও জিততে চায় জামাল ভুঁইয়ারা।
জয় এবং সেটা ৪-১ গোলের ব্যবধানে। আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষের জালে অনেকদিন পর চার গোল দিলো বাংলাদেশ। এখানে ম্যাচ জয়ের স্বস্তি যেমন আছে, তেমন আছে ফরোয়ার্ডদের গোল পাওয়াতেও। গোল করতে না পারার যে দূর্বলতা বরাবরই ভোগায় বাংলাদেশকে সেই বাংলাদেশ ৪ গোল করলে কোচেরই সবচেয়ে খুশি হওয়ার কথা। তাইতো জেমি ডেকে বেশি খুশি করেছে জয়ের ব্যবধানটা।
বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ। একই মাঠে ১০ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ কাতারের বিরুদ্ধে। তাই তো বসে থাকার সময় নেই। রোববার ভারি মাঠে ম্যাচ খেলার পরদিনই তাই খেলোয়াড়দের করিয়েছেন অনুশীলন।
বাফুফে ভবন সংলগ্ন টার্ফে অনুশীলন চলাকালীন কোচ জেমি ডে বলেছেন, ‘ম্যাচ জয় খেলোয়াড়রা উপভোগ করেছে। এখন দুই ম্যাচ জিতলে তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে কাতারের বিপক্ষে ম্যাচের আগে। আমরা প্রথম ম্যাচে খুব ভালো খেলেছি। এখন দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু করেছি। আমরা ভুটানের বিরুদ্ধে দুই ম্যাচই জিততে চাই। তাহলে ইতিবাচকভাবেই আমরা প্রস্তুতি শেষ করতে পারবো।’
কাতার এবং ভারতের বিপক্ষে ম্যাচ সম্পর্কে জেমি ডে বলেছেন, ‘ভুটানের বিরুদ্ধে ভালো খেলেছি। গোল পেয়েছি। এটা ইতিবাচক দিক; কিন্তু কাতার আর ভারতের বিরুদ্ধে আমরা এত সুযোগ পাবো না। হয়তো এক দুইটা সুযোগ পেতে পারি, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে। কাতার ও ভারতের বিরুদ্ধে আমরা খেলবো ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে। গোল না খাওয়ায় আমাদের সতর্ক থাকতে হবে। আবার ভুটানের সঙ্গে আক্রমণের যে কৌশল ছিল তাও রাখতে হবে। আমাদের গোল করার চেষ্টাও থাকবে।’
সূত্রঃ জাগোনিউজ